ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গাইবান্ধায় নিহত ১৩ জনের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে

<p>গাইবান্ধায় রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৩ জনের মধ্যে চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।</p><p><br></p><p>নিহত ১৩ জনের মধ্যে চারজন হলেন- পলাশবাড়ী উপজেলার ছোট ভগবানপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে মহসিন আলী (২৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার পরপুড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে মিজানুর রহমান (২৭), রংপুরের পীরগঞ্জ উপজেলার ধারাকান্দা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সামছুল আলম (৬৫) এবং একই এলাকার সুমন মিয়ার ছেলে সোয়াইব (৭)।</p><p><br></p><p>গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সামছুল ও সোয়াইব সম্পর্কে দাদা-নাতি। বাকিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।</p><p><br></p><p>গাইবান্ধার পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজনের রড নিয়ে ট্রাকটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছিল। ট্রাকের চালক গোপনে ঢাকা থেকে ১৩ জন যাত্রী পরিবহন করছিলেন। রডের ওপরে ত্রিপলের নিচে ১৩ জন যাত্রী ছিলেন। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে জলমগ্ন জমিতে উল্টে যায়। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে</p>

Our Facebook Page