ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল ২০ নভেম্বর, শুক্রবার তার মুখপাত্র এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে সংবাদে জানিয়েছে সিএনএন।


মুখপাত্র জানিয়েছেন, গত সপ্তাহের শুরুতেই ৪২ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের  করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ফলাফল আসার পর থেকেই নিজ কেবিনে কোয়ারেন্টাইনেই আছেন তিনি।


তিনি আরো জানান, এখন পর্যন্ত ট্রাম্পের পুত্র অ্যাসিম্পটোমেটিক (উপসর্গহীন) এবং করোনা চিকিৎসার সকল নির্দেশিকা মেনে চলছেন।


এর আগে ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও এই দম্পতির  ছোট ছেলে ব্যারন ট্রাম্প (১৪) করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেন। পরবর্তীতে এর আগে ট্রাম্প জুনিয়রের গার্লফ্রেন্ড কিম্বার্লি গুলফয়েলও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Our Facebook Page