ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ৬৪৫

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৬৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৩০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৪৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৬৪৭ জনের মৃত্যু হয়েছে।


এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৮১৪। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।


এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ লাখ ৫১ হাজার ৬৯৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৯১১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৪৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জন।

ads

Our Facebook Page