ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৬৯৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন। সোমবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৯৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে।


এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬৩৪। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২৪ হাজার ৪৬৭ জন।


এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৩ কোটি ৮৭ লাখ ২৪ হাজার ৭৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ লাখ ৬৮ হাজার ৯২৮ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ১২৯ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৯৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৯৫৮ জন।

ads

Our Facebook Page