ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রৌমারীতে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামের রৌমারীতে বিএসএফের গুলিতে শাহীনুর রহমান ফকির চাঁদ (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩’র কাছে এ ঘটনা ঘটে।


নিহত শাহীনুর রহমান ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আউয়াল বলেন, রাতে ১০/১২ জনের এক দল যুবক সীমান্তে মাদক পাচারের উদ্দ্যেশ্যে জড়ো হয়। এ সময় তারা কাটাতারের কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ‌্য করে গুলি করে। এতে শাহীনুর রহমান গুলিবিদ্ধ হন।


তিনি আরো বলেন, আহত শাহীনুরকে তার সঙ্গীয় লোকজন রৌমারী হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ এসে মরদেহ থানায় নিয়ে যায়। সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেওয়া হবে বলেও জানান আব্দুল আউয়াল।

ads

Our Facebook Page