ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

আম্ফানে মানুষজনকে রক্ষায় সরকার আগে থেকেই প্রস্তুত ছিল

<p>শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ঘূর্ণিঝড় আম্ফান মোকাবিলায় সরকারের তরফ থেকে আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। উপকূলীয় মানুষদের নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।তাদের জন্য খাদ্যসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষার সকল ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।</p><p><br></p><p>মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণকে ভালো রাখার জন্য সব সময়ই যুগোপযোগী সিদান্ত নেয়। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশে অসহায় ও দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়িয়েছি।যতদিন বেঁচে থাকবো মনোহরদী-বেলাবো'র কোনো মানুষ না খেয়ে থাকবে না। যেকোনো দুযোর্গ মুহূর্তে সরকার ও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।আগামীতেও মানুষের পাশেই থাকবো।</p><p><br></p><p>মনোহরদী-বেলাব উপজেলার আওয়ামী লীগের আড়াই হাজার তৃণমূল নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।</p><p><br></p><p>বৃহস্পতিবার দুপুরে শিল্পমন্ত্রীর বাড়িতে মনোহরদী উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং বেলাব উপজেলার ৮টি ইউনিয়নের এসব নেতাকর্মীর হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।</p><p><br></p><p>এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর ছেলে জেলা আওয়ামী-যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, নরসিংদী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান তামান্না, মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান, সকল ইউনিউনের চেয়ারম্যান, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও অনেক নেতাকর্মী।</p>
ads

Our Facebook Page