ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

২৪ ঘণ্টায় আরও ১০৬ ডেঙ্গু হাসপাতালে ভর্তি

দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০৬ জন রোগী ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৫১৩ জন ও ঢাকার বাইরে ১১৩ জন রোগী ভর্তি আছেন।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১০৬ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ৮২ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৪ জন।


চলতি বছর ৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৯০২ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ১৮০ জন।


এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুতে ৯৬ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।

ads

Our Facebook Page