ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রামে সীমান্ত পিলার পাচার চক্রের দুই সদস্য আটক করেছে র‌্যাব

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সীমান্ত পিলার পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩। এসময় তাদের কাছ থেকে পিলার সাদৃশ্য একটি বস্তু জব্দ করা হয়েছ। গত শনিবার (২০ নভেম্বর) অভিযান চালিয়ে ভাটিকেদার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার কেদার ইউনিয়নের বাহের কেদার গ্রামের আবুল হোসেনের ছেলে ফরিদুল ইসলাম ও মৃত নাদুগীর ছেলে হিরেন্দ্রগীর।


পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর শনিবার রাত ১২টার দিকে রংপুর র‌্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ভাটিকেদার এলাকা থেকে তাদের আটক করে। এসময় তারা সীমানা পিলার সাদৃশ্য একটি বস্তু প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। পরে বস্তটিসহ তাদের আটক করে র‌্যাব সদস্যরা। রবিবার সন্ধ্যায় কচাকাটা থানায় তাদের নামে একটি মামলা দায়ের করে র‌্যাব।


কচাকাটা থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের সোমবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সাথে জড়িত বলে স্বীকার করেছেন।

ads

Our Facebook Page