ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে ৯০.১৩ শতাংশ ফেল

প্রকাশিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল। এই পরীক্ষায় পাস করেছেন ৭ হাজার ৯৯৪ জন। পাসের হার ৯.৮৭। অন্য দিকে, ৯০.১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।


বুধবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফলাফল ঘোষণা করেন।


উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৮২ হাজারের বেশি শিক্ষার্থী। এই ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ৫৭০।


এ দিকে, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক (https://admission.eis.du.ac.bdওয়েবসাইট   থেকে ফল জানা যাচ্ছে।

ads

Our Facebook Page