ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ থেকে তাজা শাকসবজি ও ফল আমদানি করতে চায় নেদারল্যান্ডস : কৃষিমন্ত্রী

বাংলাদেশ থেকে তাজা শাকসবজি ও ফল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। চলতি মাসে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেদারল্যান্ডসে সফরে এই আগ্রহ ব্যক্ত করে দেশটি। বুধবার (২৪ নভেম্বর) সচিবালয়ে নেদারল্যান্ডস সফরের বিষয়ে সাংবাদিকের এসব কথা বলেন কৃষিমন্ত্রী।


মন্ত্রী বলেন, ইউরোপের বাজারে সতেজ শাকসবজি ও ফল প্রক্রিয়াজাত, কৃষিপণ্য রফতানি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে ৯ থেকে ১৮ নভেম্বরের এই সফর ফলপ্রসূ হয়েছে। তারা বাংলাদেশের শাক-সবজি ও ফল আমদানি করতে চায়।


তিনি বলেন, আমরা কৃষিকে লাভজনক ও এর বাণিজ্যিকীকরণ করতে চাই। সেটা করতে হলে রফতানি বাড়াতে হবে। কৃষি প্রক্রিয়াজাত শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার বিস্তৃত করতে হবে। এতে উৎপাদন মৌসুমে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। এই উদ্দেশে সামনে রেখেই আমরা সফর করেছি।


এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা তামাক উৎপাদন নিরুৎসাহিত করতে চাই। কিন্তু জাপান তামাক খাতে বিনিয়োগে আগ্রহী। আমরা জাপানের সঙ্গে কথা বলছি। তবে আমাদের রাষ্ট্রীয় পলিসি অনুসারে আমরা ধীরে ধীরে তামাকপণ্য বিলুপ্ত করে দেবো।

ads

Our Facebook Page