ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ধরা-ছোঁয়ার বাইরে রিয়াল মাদ্রিদ

শিরোপার লক্ষ্যে এবার রিয়াল মাদ্রিদ যে গতিতে এগিয়ে চলছে তা রীতিমত অবিশ্বাস্য। রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে শুরুতেই ইনজুরিতে পড়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে করিম বেনজেমাকে। রিয়ালের মূল স্ট্রাইকার মাঠে নেই; কিন্তু তাতেও সমস্যা হয়নি। জয় পেতে তাদের সামনে বাধা হতে পারেনি রিয়াল সোসিয়েদাদের কেউ।


ভিনিসিয়ুস জুনিয়র এবং লুকা জোভিকের দুই গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ২-০ গোলে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। ১৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৯ এবং ১৫ ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৩১।


যদিও রিয়াল সোসিয়েদাদের মাঠে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি রিয়াল। বিশেষ করে এই অর্ধের শুরুতেই ইনজুরিতে পড়ে বেনজেমা মাঠ থেকে বের হয়ে যাওয়ার পর নিজেদের ঘুচিয়ে নিতে সময় লেগেছে লজ ব্লাঙ্কোজদের।


দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই গোল আদায় করে নেয় রিয়াল। ৪৭ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এর ১০ মিনিট পর গোল করেন বেনজেমার পরিবর্তে মাঠে নামা লুকা জোভিক। এই দুই গোলেই শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারণ হয়ে যায়।


১৭ মিনিটে মাঠ থেকে বের হয়ে যেতে বাধ্য হন বেনজেমা। আজ তার ইনজুরি স্ক্যান করে দেখা হবে। এরপরই বলা যাবে, কতদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি। তবে, শঙ্কার মেঘ ভালোই জমেছে। কারণ আগামী সপ্তাহেই মাদ্রিদ ডার্বি। অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে রিয়াল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারমিলানের মুখোমুখি হবে কালো আনচেলত্তির শিষ্যরা।


বেনজেমা উঠে গেলেও ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো এবং লুকা মদ্রিচ- সবাই দারুণ পরীক্ষা নিতে শুরু করেন রিয়াল সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরোর। তবে প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে পারেনি।


দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৭ মিনিটে লুকা জোভিক বল তৈরি করে দেন ভিনিসিয়ুস জুনিয়রকে। সুযোগটা কাজে লাগিয়ে মৌসুমের ১০ম গোল করে ফেলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। এরপর ৫৭তম মিনিটে টনি ক্রুসের কর্নার কিক থেকে ভেসে আসা বলে মাথা লাগিয়ে সোসিয়েদাদের জালে বল জড়িয়ে দেন জোভিক।

ads

Our Facebook Page