ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ এক অঙ্কের ঘরে

রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ কমছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন। তাদের সবাই রাজধানীর হাসপাতালে ভর্তি হন।


বর্তমানে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ১০২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৪ জন ও বেসরকারি হাসপাতালে ৩৮ জন রোগী ভর্তি আছেন।


স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ডেঙ্গুরোগীদের মধ্যে সরকারি হাসপাতালে তিনজন ভর্তি হয়েছেন। এছাড়া বেসরকারি হাসপাতালে ভর্তি হন চারজন।


শুক্রবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ই-এম আই এস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা সর্বমোট ২৮ হাজার ৩৩০ জন। এদের মধ্যে মারা গেছেন ১০৪ জন। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১২৪ জন।


এ বছরে আক্রান্ত ডেঙ্গুরোগীদের মধ্যে জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ২৪ ডিসেম্বর পর্যন্ত ১ হাজার ১০৮ জন হাসপাতালে ভর্তি হন।


এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৪ জন মারা গেছেন। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে ৭ জন এবং ২৪ ডিসেম্বর পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়।

ads

Our Facebook Page