ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ডেঙ্গু আক্রান্ত আরও চার জন হাসপাতালে ভর্তি

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চার জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে জানা যায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত সবাই রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি।


চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ হাজার ২৬৫ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

ads

Our Facebook Page