ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

যেখানে তদবির দরকার হয়, সেখানে তদবির আমরা চালাব : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যেখানে তদবির দরকার হয়, সেখানে তদবির আমরা চালাব।’ র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ নতুন করে লবিস্ট নিয়োগ করবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি এ কথা বলেন।


শুক্রবার সকালে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (বিলিয়া) আয়োজিত এক আলোচনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, ‘প্রত্যেক দেশেই এ ধরনের... করে। আমেরিকার একটি প্র্যাকটিস। এটা বোধ হয় ২০১৩-১৪ সালে করেছিল এবং ওরা কাজ করে। আমাদের দেশে আমরা তদবির বলি। ওই দেশে ওরা বলে লবিস্ট।’


ড. মোমেন বলেন, ‘যেখানে তদবির দরকার, সেখানে আমরা তদবির চালাব। দেশেও তো কাজ করতে গেলে অনেক সময় তদবির লাগে।’


মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র গত ১০ ডিসেম্বর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।


নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সময়-সময় আমাদের অনেক ধরনের দুর্যোগ আসে। আমরা সেগুলো সমাধান করি। এখনো একটা হয়তো অসুবিধা আসছে। কিন্তু আমরা এটা সমাধান করতে পারবো।’


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য বাংলাদেশ বিজিআর নামে একটি প্রতিষ্ঠানকে লবিস্ট হিসেবে নিয়োগ দেয়।

Our Facebook Page