ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রোজাদারকে ইফতার করানোর সওয়াব

রাসুল (সা.) বলেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তায়ালা তার গুনাহ মাফ করেন এবং জাহান্নাম থেকে মুক্তিদান করেন। ইফতার প্রদানকারী একটি রোজার সওয়াব পাবে অথচ রোজা পালনকারীর সওয়াব সামান্যও কমানো হবে না।


সাহাবিরা বলেন, হে আল্লাহর রাসুল! আমাদের এমন সামর্থ্য নেই যা দিয়ে আমরা কাউকে ইফতার করাতে পারি। তিনি বলেন, আল্লাহ তায়ালা তাকেও এই সওয়াব দেবেন, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে এক ঢোক দুধ অথবা একটা শুকনো খেজুর কিংবা এক চুমুক পানি দিয়েও ইফতার করাবে। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্ত সহকারে খাওয়াবে আল্লাহ তাকে আমার হাউসে কাউসার থেকে এমনভাবে পানি পান করাবেন, যার ফলে সে জান্নাতে না পৌঁছা পর্যন্ত আর তৃষ্ণার্ত হবে না। (মেশকাত : ১৭৪)

ads

Our Facebook Page