ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনের ভবন ধসে অন্তত আহত ৭ শিক্ষার্থী। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শহরের বোর্ডিং মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলো- নাজমুল (১২), সামিয়া (০৭), মারিয়া (০৭) ও হাবিবা (০৭)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দুপুরে বোর্ডিং মাঠ সংলগ্ন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ছুটির পর শিক্ষার্থীরা বের হচ্ছিল। এ সময় স্কুলের পুরাতন টিনের ভবনটি ধসে পড়লে কয়েকজন চাপা পড়ে। খবর পেয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |