মালয়েশিয়ায় হারি রায়া আদিলফিত্রী (ঈদুল ফিতর) আগামীকাল (সোমবার) পালিত হবে। দ্য কিপার অব দ্য রুলার্স সিল তান শ্রী সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ এ ঘোষণা করেছেন। রবিবার (আজ) সন্ধ্যায় সৈয়দ দানিয়াল এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।
তিনি বলেন, ‘শাসকদের সম্মতি অনুসরণ করে ইয়াং ডি পেরতুয়ান আগাং (রাজা) এর আদেশ মেনে, আমি এতদ্বারা ঘোষণা করছি যে মালয়েশিয়ার রাজ্যগুলিতে হারি রায় পুয়াসার তারিখ সোমবার (২ মে) নির্ধারণ করা হয়েছে।
এদিকে, কোভিড-১৯ মহামারীর কারণে দুটি বছর ঈদের নামাজ জামাতে আদায় করতে পারেননি। এবার জামাতের সহিত ইদের নামাজ করতে পারবেন মালয়েশিয়াবাসী।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |