ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

‘তেলের দাম বৃদ্ধি ও বাজারে তেল সংকটে মিল মালিকরা দায়ী নন’

দেশের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান দাবি করেছেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধি ও বাজারে তেল সংকটের জন্য মিল মালিকরা দায়ী নন।


সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি এবং ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন সিটি গ্রুপের চেয়ারম্যান।


তিনি বলেন, তেল বাজারে আছে, বাজার থেকে তেল শেষ হয়ে যায়নি। হঠাৎ করে ৫ তারিখ তেলের দাম বাড়ার সিদ্ধান্তে খুচরা বিক্রেতারা ক্রাইসিস সৃষ্টি করেছে।

ads

Our Facebook Page