ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

হঠাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবের পদত্যাগ

বিধানসভা ভোটের এক বছর আগে হঠাৎ পদত্যাগ করলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। শনিবার (১৪ মে) তার আকস্মিক পদত্যাগের বিষয়টি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রদেশের গভর্নর এন আর্যর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। দল চায় আমি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করি। রাজ ভবনে গভর্নরের সাথে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।


ত্রিপুরা রাজ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ‘গুজব’ উঠেছে। এর মাঝে তার পদত্যাগের ঘোষণা এলো। যদিও সংবাদ সংস্থা পিটিআইকে বিপ্লব দেব জানিয়েছেন, তাকে দলীয় সংগঠন আরও মজবুত করার দায়িত্ব দিচ্ছে দল।


২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব দেব। প্রথমবার ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পরে প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। মেয়াদ শেষের ১০ মাস আগেই হঠাৎ ইস্তফা দিলেন বিপ্লব দেব।

Our Facebook Page