ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ভারতে গ্রেফতার পি কে হালদার

আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মে) সকালে ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে দেশটির গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে গ্রেফতার করেছেন বলে দাবি করা হয়েছে।


এর আগে তাকে গ্রেফতারে পশ্চিমবঙ্গের অন্তত ১০ জায়গায় অভিযান চালানো হয়েছে। শুক্রবার ভোরে উত্তর ২৪ পরগনার অশোকনগর ও দক্ষিণ ২৪ পরগনার পোলের হাটে দুইটি বাড়িসহ বিভিন্ন জায়গায় এই অভিযান শুরু করে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।


শনিবার পি কে হালদারের সম্পত্তির খোঁজে দ্বিতীয় দফায় অভিযান শুরু করে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাই এবং রাজধানী দিল্লিতেও অভিযান শুরু করেছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা।


তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলেছে, ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধার সহায়তায় পি কে হালদার পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক রাজ্যে বিপুল সম্পদ করেছেন। বাংলাদেশ থেকে অবৈধভাবে অর্থপাচারের মাধ্যমে ভারতে একাধিক অভিজাত বাড়িসহ বিপুল সম্পদ গড়ে তুলেছেন বলে খোঁজ পেয়েছে ইডি।


ইডি আরও বলছে, তারা ইতোমধ্যে পি কে হালদারের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছেন। এসব নথিতে প্রাথমিকভাবে ভারতে তার ২০ থেকে ২৫টির মতো বাড়ির মালিকানার তথ্য মিলছে।

ads

Our Facebook Page