ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কালিয়াকৈরে বিনামূল্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে সবুজ আন্দোলন

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাজীপুরের কালিয়াকৈরে বিনামূল্যে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। ওই সংগঠনের কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে সোমবার (১ আগস্ট) সকালে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় কর্মসূচিটি পালন করা হয়।


ওই সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য এস এ এম সুমনের সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সবুজ আন্দোলন কালিয়াকৈর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম রায়হান, সহ সভাপতি খোরশেদ আলম, মাহাবুব ইসমাল, জাহিদুল ইসলাম, সবুজ সরকারসহ স্থানীয় লোকজন।


পরে ওই এলাকার কয়েকজন কৃষকের জমিতে দেশীয় প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।


উল্লেখ্য, পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব গাছের চারা রোপণ করা হয়েছে।

ads

Our Facebook Page