ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

তক্ষক ও ময়না পাখি উদ্ধার। কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

উদ্বারকৃত তক্ষক ও ময়না পাখি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত। শুক্রবার (১২আগষ্ঠ) সকাল ৯টায় উদ্ধারকৃত একটি তক্ষক ও একজোড়া বিলুপ্তপ্রায় ময়নাপাখি ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।


গত বৃহস্পতিবার কাপ্তাই হতে দুই পাচারকারি একটি তক্তক ও দুটি ময়নাপাখি চট্রগ্রাম পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় সেনাবাহিনীর সহযোগিতায় আটক করা হয়। পরে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো.শোয়াইব খান(ডিএফও) নির্দেশে আটক আসামিরদের রাঙামাটি আদালতে বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করে সোপর্দ করা হয়। উদ্ধারকৃত তক্ষক ও বিলুপ্তপ্রায় ময়না পাখিদের আদালতের নির্দেশ মোতাবেক বনে অবমুক্ত করার জন্য বলা হয়।


কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান এ নিয়ে পাচারকালিন ৪টি ময়না ও ২৫০গ্রাম ওজনের একটি তক্ষক উদ্বার করে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। এ সময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, বনপ্রহরী আক্তার আলম, আবু বক্কর, জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

ads

Our Facebook Page