ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সালমন রুশদি ভেন্টিলেটরে,গুরুতর অবস্থা

ভেন্টিলেটরে রাখা হয়েছে সালমন রুশদিকে। তার উপর হওয়া হামলার কারণে একটি চোখ হারাতে পারেন বলেও তার এজেন্ট সূত্রে জানা গিয়েছে। তার এজেন্ট আরও জানিয়েছেন, রুশদির হাতের স্নায়ু ছিঁড়ে গিয়েছে এবং যকৃৎ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত।

রয়টার্সের খবর রুশদির এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলিকে জানিয়েছে, রুশদির অবস্থা গুরুতর। তিনি সম্ভবত একটি চোখ হারাতে চলেছেন। তিনি আরও জানিয়েছেন যে, রুশদি এখনও কথা বলতে পারছেন না।

প্রসঙ্গত, শুক্রবার নিউ ইয়র্কের কাছে একটি ইন্সটিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় হামলা চালানো হয় রুশদির উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে ওঠার সময় বুকারজয়ী লেখক রুশদির উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন হামলাকারী। কয়েক সেকেন্ডের মধ্যে ১৫ থেকে ২০ বার ছুরির কোপ বসানো হয় লেখকের ঘাড়ে-বুকে-পেটে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে রুশদিকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। গ্রেফতার করা হয় ২৪ বছর বয়সি হামলাকারী হাদি মাতারকেও। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছেন অভিযুক্ত।

ads

Our Facebook Page