ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ফেনীতে সংখ্যালঘু কিশােরী অপহরন ও ভাইকে গুলিকরে হত্যা

ফেনী সদর ট্রাঙ্ক রােড বড় মসজিদের সামনে সুমন চন্দ্র শীল (৩৮), পিতা-নারায়ন চন্দ্র শীল,ঠিকানা-মাষ্টার পাড়, ২নং পৌর ওয়ার্ড বাসির বড় পুত্র গত রবিবার ২৫শে অক্টোবর ২০২০ইং সন্ধা আনুমানিক ১৭.৩০/১৮.০০ ঘটিকায় ছােট কুমারী বােন অনামিকা শীল অনু (১৭)কে নিয়ে রিক্সা যােগে বাড়ী ফেরার পথে মাস্কপড়া ৪/৫জন অস্ত্র ধারী দূর্বৃত্তরা ঘিরে ফেলে। দূর্বৃত্তরা কুমারী অনুকে অস্ত্রের মূখে জোরদবস্ত সিএনজিতে উঠানর সময় বড় ভাই চিৎকার ও বাধাদিলে উভয়ের মধ্যে ধস্থাধস্তি শুরু হয় এবং দূর্বৃত্তরা সুমনকে ২/৩টি গুলি বিদ্ধ করে অনুকে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এমতাবস্থায় পাশ্ববর্তি ব্যবসা প্রতিষ্ঠানের লােকজন ছুটে আসে এবং সুমনকে গুলিবিদ্ধ জ্ঞানহীন অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত  ১০ মিনিটের মধ্যে মৃত্যুবরন করে। পুলিশ পরিদর্শক এস.আই. ইমরুল হাসপাতাল কর্তৃক সংবাদ প্রাপ্তহয়ে দ্রুত হাসপাতাল মর্গে উপস্থিত হয়ে মৃত দেহ শনাক্ত ও প্রাথমিক তথ্য রেকর্ড এবং ময়না তদন্ত সম্পাদনের পর সেই রাতে ভিকটিমের লাশ পরিবারের নিকট হস্থান্তর করেন। সংবাদ প্রতিনিধি বাদীর অভিযােগ অনুসারে ঘটনা স্থলে প্রত্যক্ষদর্শী লােকজনদের এই হত্যা ও অপহরণের বিষয় জানতে চাইলে সকলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যায় এবং রিক্সা চালককে জিজ্ঞাসা করলে যদিও তিনি বাদীর অভিযােগের সাথে সামঞ্জস্য বক্তব্য দিয়েছে কিন্তু নিরাপত্তা জনিত কারনে অপরাধিদের নাম পরিচয় না জানার ভান করেন। পরদিন সংবাদ প্রতিনিধি থানার ওসি ও পুলিশ পরিদর্শককে এই নির্মম হত্যা ও অপহরনের বিষয় জিজ্ঞাসা করলে তাহারা উভয়ে অপহরনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে প্রেম ঘটিত নাটক হিসাবে প্রাথমিকভাবে বর্ননা করেন। কিন্তু সুমন হত্যার বিষয়টি সাময়িক জটিলতার সৃষ্টি হওয়াতে কোন মন্তব্য করতে নারাজ তবে তদন্তর মাধ্যমে ঘটনার বাস্তবতা উৎঘাটিত করা হবে বলে দাবী করেন। এই হত্যা ও অপহরনের বিষয় থানায় পরদিন সকালে ২টি পৃথক মামলা রুজু হয়েছে এবং অপরাধীদের গ্রেফতার প্রক্রিয়া জারি আছে বলে কর্মরত পুলিশ অফিসার নিশ্চিত করেন। অনুসন্ধানে জানাযায় এই নির্মম ঘটনাটি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি ঘটালে সংখ্যালঘু জনগৌষ্টি বিভিন্ন মানবিক সংঘঠনের মাধ্যমে প্রতিবাদী অভিযােগ জ্ঞাপনের চেষ্টা চালাচ্ছে কিন্তু সরকারী রাজনৈতীক মহল ও আইন সংস্থা বিষয়টি সাম্প্রদায়িকতার সমস্যার সৃষ্টি আশঙ্কায় দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহন করে গন-প্রচারনার মাধ্যমগুলীকে নিয়ন্ত্রন করছেন।

ads

Our Facebook Page