ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কক্সবাজারে দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের ২১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে কোস্ট গার্ড।


রবিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে টেকনাফের বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।


এদিন দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম আশিক আহমেদ।


তিনি জানান, অভিযান চলাকালীন মায়ানমার হতে টেকনাফ স্থল বন্দরের দিকে আসা একটি ট্রলার হতে নেমে একজন ব্যক্তিকে একটি হলুদ রংয়ের বস্তা মাথায় নিয়ে বরইতলী প্যারা বনের ভিতরে প্রবেশ করতে দেখা যায়। এরপর উক্ত ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেওয়া হলে বর্ণিত ব্যক্তি বস্তাটি ফেলে দিয়ে পালিয়ে যায়।


তিনি জানিয়েছেন, ওই বস্তায় লুকিয়ে রাখা গুড়ের ভিতরে ২১৫৯.৪৩ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বার আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

ads

Our Facebook Page