ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

টাঙ্গাইলে ওয়াজ মাহফিলের খিচুরি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত দুই শতাধিক

টাঙ্গাইলের দেলদুয়ারে এক ওয়াজ মাহফিলের তোবারক খিচুরি খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া ওই এলাকার দুই শতাধিক নারী, পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল।


টাঙ্গাইলের দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে ১৪ নভেম্বর রাতে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে তোবারক হিসেবে রান্না করা খিচুরি বিতরণ করা হয়।


এ সময় খিচুরি কেউ কেউ সভাস্থলে বসে থালাতে খায় এবং কিছু লোক প্যাকেটে বাড়িতে নিয়ে গিয়ে খায়। খিচুরি খাওয়ার পরে কিছু লোকের ডায়রিয়া শুরু হয়। এদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮০ বছরের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।


স্থানীয়রা জানান, ওয়াজ মাহফিলের তোবারক খেয়ে হঠাৎ করেই এলাকাটিতে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। এতে করে অসুস্থ হয়ে পড়েছেন শিশুসহ দুই শতাধিক নারী পুরুষ। এরমধ্যে এক বৃদ্ধা নারীর মৃত্যু হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল গজিয়াবাড়ি এলাকার আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দিচ্ছেন।


এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে ডায়রিয়া আক্রান্তদের দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছ।


আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, এখন পর্যন্ত শিশুসহ দুই শতাধিক নারী পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে এক নারী মারা গেছেন।


দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আশরাফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল। ডায়রিয়া আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কি কারণে ডায়রিয়া তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

ads

Our Facebook Page