ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

জেনে নিন জলপাইয়ের টক-ঝাল-মিষ্টি আচার তৈরির রেসিপি

বাজারে এখন জলপাই সহজলভ্য। টকজাতীয় এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা মানবদেহের জন্য উপকারী।  অনেকে জলপাই দিয়ে বিভিন্ন পদ তৈরি করেন। তার মধ্যে আচার-মোরব্বা অন্যতম। জলপাই দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায়, তার মধ্যে অন্যতম হলো টক-ঝাল-মিষ্টি আচার। তাহলে জেনে নিন রেসিপি:


উপকরণ

১. জলপাই ১ কেজি

২. সরিষার তেল দেড় কাপ

৩. ভিনেগার আধা কাপ

৪. আস্ত পাঁচফোড়ন ১ চা চামচ

৫. তেজপাতা ১টি

৬. সরিষা বাটা ২ টেবিল চামচ

৭. আদা বাটা দেড় টেবিল চামচ

৮. রসুন বাটা ১ টেবিল চামচ

৯. কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ

১০. হলুদের গুঁড়া ১ চা চামচ

১১. চিনি ২ কাপ

১২. লবণ স্বাদমতো ও

১৩. পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ।

পদ্ধতি

জলপাইয়ের বোটা ছাড়িয়ে ধুয়ে নিন। এরপর সামান্য ভিনেগার দিয়ে কাঁচা মরিচ ও সরিষা বেটে নিতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিন। তেল গরম হলে আস্ত পাঁচফোড়ন ও তেজপাতা ফোঁড়ন দিয়ে বাটা মসলাগুলো ও হলুদের গুঁড়াসহ কষিয়ে নিন।


 জলপাই দিয়ে আরও কয়েক মিনিট কষিয়ে ভিনেগার দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। এরপর মাঝারি আঁচে রান্না করেছি। জলপাই সেদ্ধ হলে চিনি মিশিয়ে দিন।এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। এতে জলপাইয়ের ভেতরে চিনি ও সব মসলা ঠিকভাবে ঢুকবে। তেল ছেড়ে এলে নামিয়ে ভাজা মসলা মিশিয়ে নিন। ঠান্ডা করে কাঁচের এয়ার টাইট বয়ামে সংরক্ষণ করতে হবে। মাঝে মধ্যে রোদে দিন । তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page