কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালারচর এলাকার কারিগর পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে জয়েন উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায়, গতকাল বুধবার বিকালে জয়েন উদ্দিন বাড়ীর পাশে গাছের ডাল কাটতে যান। এ সময় ডালের অংশবিশেষ হেলে গিয়ে বৈদ্যুতিক লাইনের উপর পরে। এতে পুরো গাছটি বিদ্যুতায়িত হলে গাছে থাকা জয়েন উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। কুড়িগ্রামের কচাকাটা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মর্তূজা এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |