ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

২৪ ঘণ্টায় আরও ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকায় ২৫ জন এবং ঢাকার বাইরের ৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।


চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২০৭ জন। এরমধ্যে মৃত্যু নেই। সুস্থ হয়েছেন ৭ জন।


উল্লেখ্য, ২০২২ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। সুস্থ হন ৬১ হাজার ৭৬৩ জন।

Our Facebook Page