ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে খুচরা চালাকি : মির্জা ফখরুল

প্রতি মাসে দাম সমন্বয়ের নামে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের সঙ্গে খুচরা চালাকি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের নির্বাচিত নয়। তাই চরম দুর্দিনে বিদ্যুতের দাম বাড়িয়েছে। এই সিদ্ধান্ত গণবিরোধী এবং অবিবেচনাপ্রসূত।


তিনি বলেন, বিদ্যুৎ খাতে সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল গুনছে জনগণ। অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারি গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।


বিএনপির এই নেতা বলেন, বিদ্যুতের দাম বাড়ার ফলে কৃষি সেচে, কল কারখানায় উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় ও প্রতিটি জিনিসের দাম আরও বাড়ে যাবে।


মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, ভ্রান্ত নীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেলসহ সব দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে।

ads

Our Facebook Page