ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় খান (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।


শনিবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বানিয়াজুড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে সালওয়া টেক্সটাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত যুবক হৃদয় খান মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বহড়া গ্রামের মজলিস খানের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, সকালে মানিকগঞ্জগামী ওই মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা পাটুরিয়াগামী দিগন্ত পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হয়।


নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোরও প্রস্তুতি চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page