ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় , দুই মন্ত্রীর সাথে বৈঠক রোববার

শনিবার বিকেলে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ এলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন বিন ইসমাইল।  এসেই সেনা কল্যান ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিস ও বায়রাস সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। বৈঠকে দেশটির শ্রম বাজার উন্মুক্ত করা প্রতিবন্ধকতা গুলো দূর করার বিভন্নি দিক নিয়ে আলাপ হয়।


মালয়েশিয়ায় অবৈধ হয়ে থাকা বাঙালীদের নিয়মিত করা, নিরাপত্তা কর্মী, নির্মান কর্মিসহ আরো কিছু নতুন নতুন ক্ষেত্রে শ্রমিক নেবার বিষয়ে আগ্রহ দেখিয়েছে বলেও বৈঠক সূত্রে জানা যায়।


কাল প্রবাসী করল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক হবার কথা রয়েছে। 

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page