সরকারি হাসপাতালে চিকিৎসকদের ‘প্রাইভেট চেম্বার’ চালু করার বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতালে নির্ধারিত ডিউটি শেষ করে নিজ কর্মস্থলেই চিকিৎসকদের আলাদা চেম্বার করে রোগী দেখা এবং এর জন্য ফি নির্ধারণ করার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. সাইদুর রহমানের সভাপতিত্বে একটি কমিটি কাজ করছে এবং এ কমিটির কাজ এখনো চলমান। এখন পর্যন্ত চিকিৎসকের ফি ৩০০ বা ১৫০ টাকা হবে কিনা—সেটি ঠিক করা হয়নি। কতটি হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এটি চালু করা হবে সে বিষয়েরও কোনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে কমিটি বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে যোগ করা হয়।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |