মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় ঘোষণা করেন। সরকারি কৌসুলি সিরাজুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে ২০২০ সালের ১৬ জুলাই রাতে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের আব্দুল জব্বার তার স্ত্রী স্মৃতি খাতুনকে (২৫) হত্যা করে মরদেহ পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেয়। পরদিন দুপুরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বাবা তসলিম উদ্দিন ১৭ জুলাই বাদী হয়ে জামাতা আব্দুল জব্বারসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে শুধুমাত্র জব্বারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এ রায় দেন।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |