ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

গ্রিসে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ২৬, আহত ৮৫ জন

ইউরোপের দেশ গ্রিসে একটি যাত্রীবাহী এবং একটি কার্গো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হন আরও ৮৫ জন। গতকাল মঙ্গলবার রাতে (২৮ ফেব্রুয়ারি) এথেন্স থেকে উত্তরাঞ্চলীয় শহর থেসালোনিকিগামী একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে থেসালোনিকি থেকে লারিসাগামী একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। মূলত এতেই হতাহতের ঘটনাটি ঘটে।


দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার কাজ চলছে। এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ এখন পর্যন্ত অস্পষ্ট রয়ে গেছে।


থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্তোস এসকেএআই টেলিভিশনকে জানান, সংঘর্ষটি খুবই ভয়াবহ ছিল। যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে এবং প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।


হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর। দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২৫০ যাত্রীকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, ট্রেনটিতে অন্তত ৩৫০ জন যাত্রী ছিলেন। সূত্র : আল-জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page