ঢাকা, শনিবার, ১০ জুন, ২০২৩

গোপালগঞ্জে বাসচাপায় মাদরাসা শিক্ষকসহ তিনজন নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় এক মাদরাসা শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের সামচুল হকের ছেলে মোটরসাইকেল চালক এম এ হাসিব, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের লোকমান শেখের ছেলে বাইসাইকেল আরোহী নবীর শেখ ও মো. রাজা মিয়ার ছেলে আব্দুর রহিম।


বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন বলেন, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস কাশিয়ানীর পোনা বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এতে বাসচাপায় ঘটনাস্থলেই হাসিব নিহত হন।


পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজনদের সাহায্যে গুরুতর আহত নবীর শেখ ও আব্দুর রহিমকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেও মৃত ঘোষণা করেন।


কাশিয়ানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. হাফিজ জানিয়েছেন, তিন জনের মরদেহ হাসপাতালে রয়েছে। হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page