কিশোরগঞ্জের ভৈরব থেকে গাঁজা ও ইয়াবা বড়ি পাচারকালে চার মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার লুকরা ইউনিয়নের আশেরা ফান্ডাইল এলাকার মো. রিপন মিয়া (৩২) পিতা- শিশু মিয়া, মো. রূপণ মিয়া (৩৯) পিতা- মৃত গুলজার মিয়া, মো. রুবেল মিয়া (২৫) পিতা- ফারুক মিয়া, ফালান মিয়া (২৪) পিতা- সাজ্জাদ নুর মিয়া।
শনিবার (১৮ মার্চ) ভোরে ঢাকা সিলেট মহাসড়কের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব ক্যাম্প সূত্রে জানায়, শনিবার ভোর পাঁচটায় তাদের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে উক্ত আসামিদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাদের দখলে থাকা একটি প্রাইভেটকার তাল্লাশি করে ৪টি বান্ডিল খাকি কস্টেপ দ্বারা মোড়ানো মোট ২৫ (পঁচিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৫৭৫ পিস মাদক দ্রব্য ইয়াবা বড়ি উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামিগন দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা ও ইয়াবা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |