নির্বাচনকে সামনে রেখে বিএনপি কি ভাবছে সে টা বিএনপি বলতে পারবে। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে এবং সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। যারা নির্বাচনে অংশ নিবে না তারা রাজনৈতিক সংকটে পড়বে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি।
তিনি আজ কুষ্টিয়া মেডিকেল কলেজে আগামী জুলাই মাসে স্বল্প পরিসরে আউটডোর সার্ভিস চালু ও কাজের সর্বশেষ অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন।
এই আওয়ামী লীগ নেতা বলেন, বাজেট পেশ হওয়ার আগে বিএনপির একজন র্শীষ নেতা বাজেট সমন্ধে ভুলভাল তথ্য দিয়ে প্রেস ব্রিফিং করেছেন। বাজেটের ধারা না পড়ে সরকারের বিরুদ্ধে অযৌক্তিক মিথ্যাচার করে যাচ্ছে।
তিনি আরও বলেন, গত তিন বছর করোনাকালীন মহাদুযোর্গ এবং রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দা। মন্দার ঢেউ কাটিয়ে অর্থনৈতিক চাকাকে সচল করার জন্য এ বাজেট পেশ করা হয়েছে।
এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার দেলদার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |