ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই ঝুলছিল লাইনম্যানের লাশ

কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাদি মিয়া নামে এক বৈদ্যুতিক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাদি মিয়া জেলার পাগলা থানার চর শাখঁচুড়া গ্রামের ফরজুল মিয়ার ছেলে।


জানা যায়, কোর্ট মসজিদের পাশে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাদি মিয়া নামের ওই লাইনম্যান বেল্ট বাঁধা অবস্থায় খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যায়। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট পুড়তে থাকে তার দেহ। স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে হোসেনপুর ও কিশোরগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


এ দিকে ঘটনার পর ক্ষুব্ধ হয়ে নিহত হাদি মিয়ার এলাকার লোকজন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর উপকেন্দ্রে ভাঙচুর করার চেষ্টা করে। পরে হোসেনপুর থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।


হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page