বরগুনার আমতলীতে সোয়া দুই কেজির একটি ইলিশ মাছ নয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আমতলী মাছ বাজারে মাছটি বিক্রি হয়। মাছটি চলতি মৌসুমের সেরা মাছ হিসাবে দাবি করছেন জেলেরা।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে পায়রা (বুড়িশ্বর) নদীতে জাল ফেলে জেলে জাহিদ। জাল টানতেই ছোট বড় মাছের সাথে একটি বড় আকারের ইলিশ মাছ দেখতে পায় তিনি। পরে মাছটি আমতলী মাছ বাজারে নিয়ে আসেন জাহিদ।
বাজারের তালুকদার মৎস্য আড়তে ডাক তোলেন আড়ৎদার রাসেল। ডাকে মাছটি মো. মাসুদ নামে এক খুচরা বিক্রেতা ক্রয় করে নয় হাজার টাকায় বিক্রি করেন।
জেলে জাহিদ জানান, ভরা মৌসুমে নদীতে তেমন মাছ ধরা পড়ে না। তবে আজকে একটা বড় ইলিশ পেয়ে খুবই খুশী।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার মুঠোফোনে বলেন, জেলেরা ইলিশের অবরোধ সঠিকভাবে মেনে চলায় নদীতে বড় আকারের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য বড় সুখবর।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |