ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। গতকাল শুক্রবার তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন অভিনেতা। বর্তমানে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি।
নিলয় আলমগীর বলেন, ‘জ্বর যখন কমে যাচ্ছিল তখনই রিপোর্ট এল পজিটিভ। প্লাটিলেট কমতে শুরু করেছে। চিকিৎসকরা বলেছেন, আরও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’
ইচ্ছে থাকলেও আপাতত কাজে ফেরা হচ্ছে না তার। অভিনেতার কথায়, ‘খুব ইচ্ছে ছিল শুটিং শুরু করার। কিন্তু সম্ভব হচ্ছে না, কবে শুরু করতে পারব, সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো, সবার ক্ষতির জন্য সরি ছাড়া আর কিছু বলার নাই।’
এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ অভিনয়শিল্পী নিশাত আরা আলভিদা। গেল বৃহস্পতিবার মাত্র ১৯ বছর বয়সী এই মডেলের মৃত্যু হয়।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |