ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

‘জাওয়ান’দেখে শাহরুখকে সিনেমার ঈশ্বর বললেন কঙ্গনা

বিশ্বজুড়ে চলছে ‘জাওয়ান’ সুনামি। মুক্তির প্রথম দিনেই রেকর্ড ভেঙে দেড়শ কোটি রুপি আয় করেছে শাহরুখ খানের এই সিনেমা। হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের ছবির তকমা পেয়েছে ছবিটি। সর্বত্র শাহরুখের জয়জয়কার।


এবার সুযোগ বুঝে শাহরুখ বন্দনায় মাতলেন কঙ্গনা রানাউত! ‘জাওয়ান’ দেখে শাহরুখকে সিনেমার ঈশ্বর বলে অভিহিত করলেন তিনি।


বরাবরই বলিউডের খান থেকে কুমারদের একহাত নিয়েছেন কঙ্গনা। তার নিশানায় পড়তে হয়েছে বলিউডের বড় তারকাদের। এবার সেই কঙ্গনার গলায় উল্টো সুর। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন ‘৯০ দশকের রোম্যান্টিক লাভার বয় দিয়ে শুরু করে এক দশকের বেশি সময়ের সংগ্রাম। ৪০-৫০ বছর বয়সে এসেও দর্শকের হৃদয়ে। প্রায় ৬০-এ পৌঁছেও ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কম নায়কোচিত নয়। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয়, তাদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়-সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।’

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page