ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নানা বাড়িতে বেড়াতে এসে সবার অজান্তে বাড়ির পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সের তুবা খানম নামের এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামে। সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মৃতের স্বজনদের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, সাতলা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে তুবা তার মায়ের সাথে একই গ্রামের নানা মঞ্জু সিকদারের বাড়িতে বেড়াতে এসেছিলো। রোববার  বিকেলে পরিবারের সবার অজান্তে শিশু তুবা বাড়ির পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর ওইদিন রাত সাড়ে সাতটার দিকে শিশু তুবাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page