নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা। খোলা সয়াবিন লিটারে ১৪৯ টাকা, যা এতদিন ছিল ১৫৪ টাকাসয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা এবং পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একইসঙ্গে চিনির দাম নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন, চাহিদা ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে মন্ত্রী এ কথা জানান। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৬৯ টাকা, যা এতদিন ছিল ১৭৪ টাকা। খোলা সয়াবিন লিটারে ১৪৯ টাকা, যা এতদিন ছিল ১৫৪ টাকা। এছাড়া পাম তেলের দাম লিটারে ৪ টাকা কমে ১২৪ টাকায় বিক্রি হবে। এতদিন পাম তেলের দাম ছিল লিটারে ১২৮ টাকা।
খোলা চিনি প্রতি কেজি ১২০ এবং প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা কেজিতে বিক্রি হবে।বৈঠকে বাণিজ্য সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |