ঢাকা, বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। কোন মানুষ দরিদ্র থাকবে না, সে লক্ষ্যে কাজ করছে সরকার। বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ এ সরকার গঠনের পর স্থানীয় সরকারের মাধ্যমে বরাদ্দ বাড়ানো হয়  সাধারণ মানুষের উন্নয়নের জন্য। জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের জন্য এটি করেছে সরকার। বিএনপি'র আমলে এই বরাদ্দ ছিলো নগণ্য। 


শেখ হাসিনা বলেন, জনগণের কল্যাণে কাজ করা সবার দায়িত্ব। মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে দায়িত্ব পালন করতে হবে। উন্নয়নের ফসল যেন কেউ নষ্ট করতে না পারে, বাংলাদেশের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। বিশ্বে বাংলাদেশেকে মর্যাদার সাথে এগিয়ে নিয়ে যাবো, বাংলাদেশ এগিয়ে যাবে।


প্রধানমন্ত্রী আরও বলেন, ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করেছে খালেদা জিয়া। আজ কৃষকের ঘরে সার পৌঁছে যায়। তাদের কৃষি উপকরণ কার্ড দিয়েছি। এটা দিয়ে কৃষি উপকরণ কিনতে পারে। ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। এর মাধ্যমে ভর্তুকির টাকা সরাসরি কৃষকের কাছে পৌঁছে যায়। জেলেদের ৪০ কেজি করে চাল দেয়া হচ্ছে। 


শেখ হাসিনা বলেন, ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌর ও সিটি করপোরেশন আইন করে আমরা এগুলো নিয়ে যাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ করেছি, ঘরে বসে চাকরির আবেদনসহ যাবতীয় সেবার কাজ করতে পারে মানুষ। অনলাইনে কেনা-বেচাসহ সব কিছু হচ্ছে। আমরা তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সিং শিখাচ্ছি। সে এই ট্রেনিং নিয়ে বিদেশেও কাজ করার সুযোগ পাচ্ছে।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page