ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

মাধবপুরে ৩ মাদকসেবীর কারাদন্ড

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের নিকট মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক করে ১৫ দিনের কারা ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড দেন। মোঃ রাহাত বিন কুতুব জানান, উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের পেছনে পরিত্যক্ত স্টাফ কোয়ার্টার এলাকায়


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুসারে ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

পরিচালিত এই মোবাইল কোর্টে তাকে সহযোগীতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ। জব্দকৃত মাদকদ্রব্য ও এর উপকরণ ধ্বংস করা হয়েছে। তিনি জানান মাদক নির্মূলে এরকম অভিযান অব্যাহত থাকবে।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page