ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

প্রবাসীদের ই-পাসপোর্টের ফি নিয়ে বড় সুখবর

বিশ্বের ১৭৪টি দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত। সরকার ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। তারই অংশ হিসেবে চলতি বছরের জুন মাসে কুয়েতে শুরু হয় ই-পাসপোর্ট সেবা।ছাত্র ও সাধারণ শ্রমিকদের ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট করতে ফি ধরা হয়েছিল সাড়ে ১৫ কুয়েতি দিনার। ড্রাইভার, ক্লিনার, পেইন্টার,ইলেক্ট্রিশিয়ানসহ অন্যান্য পেশার প্রবাসীদের ক্ষেত্রে ১০ মেয়াদী ই-পাসপোর্ট করতে ফি দিতে হতো সাড়ে ৩৮ কুয়েতি দিনার। কুয়েতসহ অন্যান্য দেশের প্রবাসীদের দাবি ও দূতাবাসে প্রচেষ্টায় ১৭ অক্টোবর থেকে সেই ফি কমিয়ে সবার জন্য সাড়ে ১৫ কুয়েতি দিনার কার্যকর করা হয়েছে।


বুধবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন ।


রাষ্ট্রদূত বলেন, ‘আমরা নিজেরাই উদ্যোগী হয়ে ড্রাইভার, ক্লিনার, পেইন্টারসহ অন্যান্য পেশায় কর্মরত প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমাতে অনুরোধ করি। প্রবাস বান্ধব সরকার এতে রাজি হয়েছে। কমানো হয়েছে ই-পাসপোর্ট ফি। মঙ্গবার থেকে সেটা কার্যকর হয়েছে।


প্রবাসীদের আগের এমআরপি পাসপোর্টের সাথে জন্মনিবন্ধন অথবা ভোটার আইডি তথ্য সঠিক থাকলে ১ মাসে ই-পাসপোর্ট পেয়ে যান প্রবাসীরা।’


ই-পাসপোর্টের ফি কমানোয় এবং ১ মাসের পাসপোর্ট পেয়ে খুশি কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানান দূতাবাস ও বাংলাদেশ সরকারের প্রতি।জানা যায়, আগামী ২০২৫ সালের মধ্যে প্রবাসেও এমআরপি পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page