ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

রাজশাহীতে নিরুত্তাপ বিএনপি-জামায়াতের ডাকা হরতাল, মাঠ দখলে পুলিশ

রাজশাহীতে নিরুত্তাপভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সকাল থেকে চলা হরতালে রাজশাহীতে সব কিছুই রয়েছে স্বাভাবিক। রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত হরতালের পক্ষে-বিপক্ষে কোনো পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি। রাজশাহীর পুরো মাঠ দখলে রেখেছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।


তবে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ব্যক্তিগত যানবাহন চলাচল করছে খুবই কম। তবে লোকাল বাস চলে স্বাভাবিক দিনের মতই।


রাজশাহী মহানগরীর ব্যস্ততম জিরো পয়েন্ট, নিউমার্কেট, টার্মিনাল, লক্ষ্মীপুর, কোট, রেলগেট, গণকপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।


এছাড়াও সড়ক ও মহাসড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। লোকাল বাস চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।


অফিসগামী মেহেদী হাসান নামে একজন বলেন, বেসরকারি অফিসে কাজ করি। যাই কিছু হোক, আমাদের অফিস করতে হবে। অফিসে না গিয়ে উপায় নেই।


ব্যাটারি চালিত অটোরিকশাচালক সাইফুল মাহমুদ জানান,পরিবার ও সংসার আছে, একদিন ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ রাখলে  খাবো কি? ঝুঁকি মাথায় নিয়ে তারপরেও  অটো বের করেছি।


এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী  হোসেন জানান, হরতালকে সামনে রেখে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

ads
ads

করোনা পরিস্থিতি বাংলাদেশ

২৪ ঘণ্টায় মোট
পরীক্ষা ৩৪০৬৭ ২৯৩২৭৬
আক্রান্ত ৩৬৮ ১,৯৪৬,৭৩৭
সুস্থ ৪,০১৮ ১,৮৩৯,৯৯৮
মৃত ১৩ ২৯,০৭৭

Our Facebook Page