ভারতের অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৪০ জন। স্থানীয় সময় গতকাল রবিবার (২৯ অক্টোবর) রাতে অন্ধ্রপ্রদেশের কন্টকপল্লিতে দাঁড়ানো একটি ট্রেনকে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি এক্সপ্রেস ট্রেন। এতে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটি বিশাখাপত্তম থেকে পলাশা যাচ্ছিলো। ঘটনার পর দুর্ঘটনাস্থলে আশপাশের এলাকাগুলো থেকে যতগুলো সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর হেল্পলাইন চালু করেছে ভারতের পূর্বাঞ্চলের রেল বিভাগ। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জাগান রেড্ডি। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে কথা বলেছেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নিয়েছেন।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |