বিশ্বকাপে আগুন ঝরাচ্ছেন মোহাম্মদ শামি। চলতি টুর্নামেন্টের মাত্র চারটি ম্যাচ খেলে ইতোমধ্যে ১৬টি উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারির খাতায় নাম তুলেছেন তিনি। প্রতিযোগিতার মাঝেই পশ্চিমবঙ্গের এক অভিনেত্রীর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেলেন ভারতীয় এই পেসার।
জানা গেছে, অভিনেত্রী ও রাজনীতিবিদ বিয়ের প্রস্তাব দিয়েছেন শামিকে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের প্রস্তাব দিয়ে একটি পোস্টও দিয়েছেন এই অভিনেত্রী।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, শামি, তুমি নিজের ইংরেজিটা একটু শুধরে নাও। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি।
তবে পায়েলের এমন প্রস্তাবের কোনো জবাব দেননি শামি। কেননা, নেটদুনিয়ায় খুব একটা সক্রিয় নন এই ক্রিকেটার। দল জিতলে মাঝে মধ্যে পোস্ট করেন। আবার কোনো উৎসবের সময়েও তা উদযাপনের ছবি পোস্ট করতে দেখা যায় তাকে।
করোনা পরিস্থিতি বাংলাদেশ
২৪ ঘণ্টায় | মোট | |
---|---|---|
পরীক্ষা | ৩৪০৬৭ | ২৯৩২৭৬ |
আক্রান্ত | ৩৬৮ | ১,৯৪৬,৭৩৭ |
সুস্থ | ৪,০১৮ | ১,৮৩৯,৯৯৮ |
মৃত | ১৩ | ২৯,০৭৭ |